P2P MEDIA

ঘরের যাবতীয় কাজ ও নিরাপত্তা আপনার হাতের মুঠোয়।

Posted by On Jan 01 , 1970

জীবন এখন আরও সহজ !! যাবতীয় কাজ ও নিরাপত্তা আপনার হাতের মুঠোয় বাড়ির আলো জ্বালানো নেভানো, দরজা – জানালা খোলা অথবা বন্ধ করা, সব এবার হবে নিজে থেকেই। আপনাকে চাপতে হবে একটা সুইচ মাত্র। কোন কোন ক্ষেত্রে চাপতে হবে না সুইচও। অন্ধকার ঘরটাতে ঢুকলেই সেন্সর টের পাবে আপনার উপস্থিতি। নিজে থেকেই জ্বলে উঠবে আলো। চালু হবে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা। অথবা রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠলে সেটাও ঘর থেকে বের হবার আগে তালাটা ঠিকঠাক লাগানো হল না! ফিরে এসে দেখা গেল সাধের বাড়িটা একেবারে গড়ের মাঠ হয়ে আছে। তখন আর কপালকে দোষ দিয়ে লাভ কি? ঘর থেকে বের হবার আগে আপনার টিপতে হবে একটি সুইচ। তারপর তালাবদ্ধ হয়ে যাবে ঘরের সমস্ত দরজা জানালা। অনাহুত আগন্তুক ঢুকতে চাইলে বিকট শব্দের অ্যালার্ম সচকিত করে দেবে আশেপাশের মানুষদের। সিসিটিভি ক্যামেরায় নুন্যতম নড়াচড়াও ধরা পড়লে সঙ্গে সঙ্গে এসএমএস চলে আসবে আপনার ফোনে। এছাড়া ফায়ার অ্যালার্ম সুবিধা তো আছেই। অটোমেশন সিস্টেমে মোবাইল অথবা টাচ স্ক্রিনের মাধ্যমে ঘরের দরজা, এসি, লাইট, পর্দা, টেলিভিশন, হোম থিয়েটার, মিউজিক সিস্টেম বন্ধ ও খোলা যাবে। আপনার বাসা বাড়ির দরোজা পাসওয়ার্ডের মাধ্যমে খোলা বন্ধ করা, সিসিটিভি থেকে শুরু করে সবকিছুই ডিজিটাল নিয়ন্ত্রন রয়েছে অটোমেশন সিস্টেমে। আর বাংলাদেশে ডিজিটালাইজেশনের সর্বাধুনিক এই প্রযুক্তি চট্টগ্রামে নিয়ে এসেছে ইজি অটোমেশন ও পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার।

আপনার ঘরের, অফিসের সার্বিক নিরাপত্তা, সব ধরনের কাজ ডিজিটালাইজ বা মোবাইল নিয়ন্ত্রনের মধ্যে নিয়ে আসতে পিটুপিতে রয়েছে ভিন্ন প্যাকেজ । ইজি অটোমেশন সিস্টেমে রয়েছে ডিজিটাল বা স্বয়ংক্রিয় সুইচিং সিস্টেম, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঘরের দরজা লক (পাসওয়ার্ডের মাধ্যমে খোলা ও বন্ধ করা) সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে বাড়ি বা অফিসের নিরাপত্তা জোরদার করা, আগুন ডিটেকশন ও প্রোটেকশন, স্মোক ডিটেক্টর। ঘরে বসে বা একটি নির্দিষ্ট জায়গায় থেকে কিংবা অফিস কিংবা যানবাহনে থেকেও বাসার বিভিন্ন কাজ করার ডিজিটাল সুবিধা রয়েছে পিটুপি অটোমেশনে। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে পিটুপি অটোমেশন সিস্টেমের ডিজিটাল প্রদর্শনী রয়েছে। এখান থেকে সরাসরি আপনার বাসা কিংবা অফিসটি সম্পুর্ণ ডিজিটালাইজড করে নিতে পারেন। মোবাইলে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন আপনার কষ্টের কিংবা বিরক্তিকর কাজগুলোও। ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় নিরাপদ করতে পারেন আপনার বাসা ও অফিস।